দেশে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস (জুলাই-নভেম্বর) শেষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় আটটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের ৫ শতাংশেরও কম টাকা ব্যয় করেছে। এর মধ্যে সংসদবিষয়ক সচিবালয় এক টাকাও খরচ করেনি।
যে সাতটি মন্ত্রণালয় ও বিভাগে ব্যয় কম হয়েছে, তারা হল—আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ এবং জননিরাপত্তা বিভাগ।
বিজ্ঞাপন
সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাই-নভেম্বর মাসের এডিপি বাস্তবায়নের আপডেট প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, সংসদবিষয়ক সচিবালয়ের একটি প্রকল্পে ২০ লাখ টাকা বরাদ্দ থাকলেও, সংশ্লিষ্ট কর্মকর্তারা এক টাকাও খরচ করতে পারেননি।
স্বাস্থ্যসেবা বিভাগের ১৫টি প্রকল্পের জন্য বরাদ্দ রয়েছে ৭,৪৮৪ কোটি টাকা, তবে পাঁচ মাসে ব্যয় হয়েছে মাত্র ২৯৩ কোটি টাকা। একইভাবে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৪,৮১০ কোটি টাকার বিপরীতে ব্যয় হয়েছে মাত্র ৮৬ কোটি টাকা।
এছাড়া, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তার বরাদ্দের ২.৩১ শতাংশ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ২.১২ শতাংশ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ৩.৩০ শতাংশ, সুরক্ষা সেবা বিভাগ ২.৪৩ শতাংশ এবং জননিরাপত্তা বিভাগ ১.২৫ শতাংশ খরচ করেছে।
এই পাঁচ মাসে এডিপি বাস্তবায়ন হার ছিল মাত্র ১১.৭৫ শতাংশ, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। সব মিলিয়ে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে মোট ২৮ হাজার ৪৩ কোটি টাকা ব্যয় হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৬ হাজার কোটি টাকা কম।
বিজ্ঞাপন
চলতি অর্থবছরের জন্য মোট ২,৩৮,৬৯৫ কোটি টাকার এডিপি নির্ধারিত হয়েছে, যার মধ্যে ১,১৯৮টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
টিএই/ক.ম

