শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির প্রশাসক হলেন মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

MAHMUDUL HASAN
কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির প্রশাসক হলেন মাহমুদুল হাসান। ছবি: ঢাকা মেইল

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সংগঠনটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে মাহমুদুল হাসানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। 


বিজ্ঞাপন


এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত নিবন্ধিত সংগঠন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি-এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন না মঞ্জুরের বিরুদ্ধে একটি আপিল আবেদন দাখিল করা হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রিট পিটিশন নং-৬৪৫১/২০২৫-এর আদেশে বাণিজ্য মন্ত্রণালয়-এর সচিবকে প্রশাসক নিয়োগ সংক্রান্ত আবেদনটি নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছিল। আপিল শুনানিতে দেখা যায়, সমিতিটি তার সংঘস্মারক ও সংঘবিধির ১৬ (ক) ও ১৬ (খ) ধারা উপেক্ষা করে পরিচালিত হচ্ছিল। এ কারণে আপিল আবেদনটি মঞ্জুর করা হয়।

এর পরিপ্রেক্ষিতে, সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল করে রপ্তানি উন্নয়ন ব্যুরো-এর পরিচালক (যুগ্মসচিব) মাহমুদুল হাসানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসককে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এমআর/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর