বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত ২ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত ২ জন
মো. হানিফ ভূইয়া ও মো. সাজেদুল ইসলাম। ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর পরিচালনা পর্ষদের দুটি শূন্য পদে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই জন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন—রেপিড সিকিউরিটিজ লিমিটেডের প্রতিনিধি মো. হানিফ ভূইয়া ও শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রতিনিধি মো. সাজেদুল ইসলাম। 


বিজ্ঞাপন


ডিএসই সূত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করে। আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠেয় ডিএসইর ৬৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ তারা আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে পরিচালনা পর্ষদের দুটি শূন্য পদে নির্বাচন পরিচালনার জন্য গত ১৪ অক্টোবর ডিএসইর ১১০১তম বোর্ড সভায় তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ। অপর দুই সদস্য ছিলেন ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম এবং ড. মো. জহিরুল ইসলাম।

নির্বাচন কমিশন গত ২৮ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ে এই দুই জন ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়ন দাখিল না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠেয় ৪৬তম এজিএমে বিদ্যমান পরিচালনা পর্ষদের দুই শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং মো. শাকিল রিজভী অবসর গ্রহণ করবেন। নবনির্বাচিত দুই পরিচালক তাদের স্থলাভিষিক্ত হবেন।


বিজ্ঞাপন


এমআর/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর