রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভূমিকম্প-সহনশীল উন্নত প্রযুক্তি প্রদর্শন করল জিপিএইচ ইস্পাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ এএম

শেয়ার করুন:

ভূমিকম্প-সহনশীল উন্নত প্রযুক্তি প্রদর্শন করল জিপিএইচ ইস্পাত

ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (১১–১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত আইএবি বিল্ড এক্সপো ২০২৫-তে অংশগ্রহণ করেছে জিপিএইচ ইস্পাত। স্থপতি, পরিকল্পনাবিদ, প্রকৌশলী, ডিজাইনারসহ নির্মাণশিল্পের বিভিন্ন শীর্ষ বিশেষজ্ঞদের উপস্থিতিতে তিন দিনব্যাপী এই আয়োজন ভবিষ্যতের টেকসই নির্মাণব্যবস্থা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। 

এক্সপো জুড়ে জিপিএইচ ইস্পাত তাদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেছে, যা ভূমিকম্প-সহনশীলতা বাড়াতে এবং নির্মাণে দক্ষতা উন্নত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। প্রদর্শনীতে ছিল সিসমিক বেস আইসোলেশন, উন্নতমানের স্টিল উৎপাদন, রিবার ফ্যাব্রিকেশন, আধুনিক কানেকশন ও জয়েন্টিং সিস্টেমসহ প্রিকাস্ট এবং পোস্ট-টেনশনিং সলিউশন। দর্শনার্থীরা এ এক্সপো’র মাধ্যমে জানতে পারছেন, এই প্রযুক্তিগুলো কীভাবে বর্তমান নির্মাণকে আরও শক্তিশালী, নিরাপদ এবং ভবিষ্যতের জন্য টেকসই করে তুলতে পারে।


বিজ্ঞাপন


ইভেন্টে জিপিএইচ ইস্পাত দেশের বিভিন্ন সেক্টরের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করে এবং এসব প্রযুক্তির বাস্তব প্রয়োগ, দীর্ঘমেয়াদি সুবিধা এবং সরকারি–বেসরকারি অবকাঠামো প্রকল্পে এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করে। এই এক্সপো’র মাধ্যমে জিপিএইচ ইস্পাত তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা ও দেশের নির্মাণ খাতে অর্থবহ অবদান রাখার প্রতিশ্রুতি আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

স্টলটি উদ্বোধন করেন, প্রখ্যাত শিক্ষাবিদ ও কাঠামো প্রকৌশল বিশেষজ্ঞ প্রফেসর ড. এম. শামীম জেড. বসুনিয়া; ড. রাকিব আহসান, অধ্যাপক, প্রকৌশল বিভাগ, বুয়েট; অধ্যাপক ড. ফখরুল আমীন, সাবেক অধ্যাপক, বুয়েট; অধ্যাপক ড. ফাহমিদা গুলশান, অধ্যাপক, পদার্থ ও ধাতব প্রকৌশল বিভাগ এবং আব্দুল্লাহ আল হোসাইন চৌধুরী, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। এছাড়াও জিপিএইচ ইস্পাতের পক্ষে থেকে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ম্যানেজিং ডিরেক্টর; মোহাম্মদ আলমাস শিমুল, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং অন্যান্য পরিচালকবৃন্দ।

জিপিএইচ ইস্পাত তাদের স্টল পরিদর্শন, মতামত শেয়ার এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য সকল দর্শনার্থীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে। এবং একইসাথে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে যে, সম্মিলিত উদ্যোগ দেশের নিরাপদ নির্মাণ ভবিষ্যত গড়ে তুলতে সহায়তা করবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর