আট দিনব্যাপী এসএমই পণ্য মেলা-২০২৫ আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। মেলায় নারী উদ্যোক্তাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা গেছে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে ‘এসএমই শক্তি, দেশের অগ্রগতি’ স্লোগানে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার পর্দা উঠেছে।
বিজ্ঞাপন
এই মেলায় মোট সাড়ে ৩০০টি স্টল রয়েছে, যার প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের দখলে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেন, ‘দেশের ৯৯ শতাংশ শিল্প কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের অন্তর্ভুক্ত। স্বল্প পুঁজিতে সর্বাধিক কর্মসংস্থানও আসে এই খাত থেকে, আর এই মেলা উদ্যোক্তাদের পণ্য সরাসরি ক্রেতার কাছে পৌঁছানোর একটি কার্যকর সেতুবন্ধ।’
মেলায় সবচেয়ে বেশি স্টল রয়েছে তৈরি পোশাক শিল্পের— ৭৪টি। এ ছাড়া হস্তশিল্প ৫৪, চামড়া-পাদুকা ৪০, পাটজাত পণ্য ৩৫, প্রক্রিয়াজাত খাদ্য ২৮, শতরঞ্জি-বাঁশ-বেত ১৫, জুয়েলারি ৯, প্রসাধনী ৭ এবং আইটি সেবাখাতের ৫টি স্টল বসেছে। উদ্যোক্তাদের সহায়তায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরও পৃথক স্টল দিয়েছে; যাতে ঋণ, প্রশিক্ষণ ও সনদসহ প্রয়োজনীয় সেবা এক জায়গায় পাওয়া যায়।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন। প্রবেশ রাখা হয়েছে সম্পূর্ণ ফ্রি। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এই আয়োজন চলবে।
এম/এফএ

