নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিতে তৃণমূল নেতাদের আরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও সরকারে সাবেক সচিব (পিআরএল) এ.এইচ.এম. সফিকুজ্জামান। তিনি বলেন, আমাদের লক্ষ্য ভোক্তার অধিকার প্রতিষ্ঠা করা।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্যাবের নিজস্ব কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিটি ও সংশ্লিষ্ট জেলার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন ক্যাব ঢাকা বিভাগ ও জেলার সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সামছ এ খান। স্বাগত বক্তব্য দেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির ভূইয়া।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিয়ে ক্যাব সভাপতি সফিকুজ্জামান বলেন,“আমাদের লক্ষ্য ভোক্তার অধিকার প্রতিষ্ঠা করা। এজন্য তৃণমূল নেতাদের নিজেদের মধ্যে যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। শুধু বাজার মনিটরিংয়ের মানসিকতা থেকে বেরিয়ে এসে মানুষের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে, যাতে তারা নিজেরাই অধিকার দাবি করতে পারে।”
তিনি আরও বলেন, “উপজেলায় যখন ডিসি (জেলা প্রশাসক) যাবেন, তখন যেন ক্যাব সদস্যদের খোঁজ নেয়—আমি ক্যাবকে সেই জায়গায় দেখতে চাই। শুধু পরিচয়পত্র নেওয়ার জন্য সভাপতি-সেক্রেটারি হওয়া নয়; উপজেলা পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। ক্যাবের স্বতন্ত্র ভয়েস থাকতে হবে, যাতে সব সেক্টরে ভোক্তাদের স্বার্থে কাজ করা যায়।”
ভোক্তার মৌলিক সেবা নিশ্চিত প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, “আমি বিল দেই—আমার গ্যাস, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন থাকবে; বিশুদ্ধ পানি পাবো—এটা আমার অধিকার। কিন্তু কতটা পাচ্ছি? এসব অধিকার আমাদেরকেই আদায় করতে হবে। এজন্য ক্যাবকে আরও সক্রিয়, গণতান্ত্রিক ও শক্তিশালী করতে হবে।”
বিজ্ঞাপন
তিনি জানান, ক্যাব বর্তমানে ১৩টি অগ্রাধিকারভিত্তিক পয়েন্ট নিয়ে কাজ করছে এবং পাশাপাশি যুব–ক্যাব গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির ভূইয়া বলেন, “জেলা–উপজেলায় অফিস প্রয়োজন বলে অনেকেই মত দিয়েছেন। আপনারা যদি সক্রিয়ভাবে কাজ করেন, ক্রেতার অধিকার রক্ষায় সোচ্চার হন, তাহলে স্থানীয় প্রশাসন থেকেই সহযোগিতা পাওয়া যাবে।”
সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু বলেন, “আমাদের কোনো কিছু নেই, দরকারও নেই—যা আছে তাই দিয়ে আমরা কাজ করবো। কিন্তু কারও দালাল হবো না। ক্যাব মানুষের জন্য কাজ করবে, এখানেই আমাদের শক্তি।”
ঢাকা বিভাগীয় সভাপতির প্রতিশ্রুতি সভাপতি (ঢাকা বিভাগ) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছ এ খান বলেন, “ক্যাব দীর্ঘ সময় ধরে মানুষের জন্য কাজ করছে। নতুন সভাপতির নেতৃত্বে ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিভাগসহ সব জেলার সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।”
এমআর/এআর

