শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিম-মুরগিতে স্বস্তি, অপরিবর্তিত মুদি পণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

egg
ডিম-মুরগিতে স্বস্তি। ছবি: ঢাকা মেইল

শীতের সবজি আর পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি থাকলেও ক্রেতাদের স্বস্তি জোগাচ্ছে ব্রয়লার মুরগি ও ডিম। এছাড়া মুদি পণ্য সব ধরনের পণ্যই অপরিবর্তিত। আজকের বাজারে সব ধরনের মুরগির দামই কমেছে, সঙ্গে কমেছে ডিমের দামও। ফলে স্বস্তির হাসি ফুটেছে ক্রেতাদের মুখে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। 


বিজ্ঞাপন


বাজারে আজ বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়, যেখানে কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা কমেছে। কক মুরগির দাম ২৪৫ থেকে ২৬০ টাকা-এ ক্ষেত্রেও ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমতির দেখা গেছে। লেয়ার মুরগি ২৮০ টাকায় বিক্রি হচ্ছে, কেজিতে কমেছে ১০ টাকা। দেশি মুরগি ৫৫০ টাকায় স্থির রয়েছে।

Broyler_dhakamail

ডিমের বাজারেও আজ নেমে এসেছে দাম। লাল ডিম ডজনপ্রতি ১০৮ থেকে ১১৫ টাকা এবং সাদা ডিম ১০৫ থেকে ১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের দামও কমে দাঁড়িয়েছে ডজনপ্রতি ২০০ টাকায়। প্রতিটি ধরনের ডিমেই গড়ে ৫ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে।

দামের এই পতনের বিষয়ে কব্যবসায়ীরা বলেন, ‘বয়লার, কক, লেয়ার-সব ধরনের মুরগির দামই কমেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, দামের সঙ্গে বেচাকেনাও কমে গেছে। মানুষ মনে হয় দাম বাড়লে বেশি করে কিনে-মনে হয় স্বাদও বাড়ে তখন।’ 

egg-dhakamai
এদিকে মাছের বাজারেও বড় পরিবর্তন নেই। আকার-ওজন অনুযায়ী ইলিশ ১,০০০ থেকে ২,৮০০ টাকা, রুই ৪০০ থেকে ৬০০, কাতল ৩৫০ থেকে ৫৫০, কালিবাউশ ৪০০ থেকে ১,০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চিংড়ির দাম ১,০০০ থেকে ১,৮০০, কাচকি ৪০০ থেকে ৫০০ টাকা কেজি।

অন্যদিকে মুদি পণ্যের বাজারে আজও কোনো পরিবর্তন নেই। চাল, ডাল, তেল, চিনি-সবকিছুর দামই অপরিবর্তিত। পোলাও চাল প্যাকেট ১৫৫ টাকা এবং খোলা ৯০ থেকে ১৩০ টাকা। ছোট মসুর ডাল ১৫৫ টাকা, বড় মুগ ডাল ১৪০ এবং ছোট মুগ ডাল ১৭০ টাকা। বুট ১১৫, ছোলা ১১০ এবং মাষকলাই ডাল ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা এবং খোলা সয়াবিন ১৭২ টাকা দরে পাওয়া যাচ্ছে। সরিষার তেল লিটারপ্রতি ২২০ টাকা। প্যাকেটজাত চিনি ১১০ এবং খোলা চিনি ৯৫ টাকা। দুই কেজির প্যাকেট ময়দা ও আটা ১৩০ টাকা।

merket-20221104110544

মসলার বাজারেও স্থিরতা। এলাচি ৪,৭৫০ টাকা, দারুচিনি ৫০০, লবঙ্গ ১,২৮০, সাদা গোল মরিচ ১,৩৫০ এবং কালো গোল মরিচ ১,১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে, আজকের বাজারে বড় স্বস্তির জায়গা শুধু মুরগি ও ডিমের দাম কমা। বাকি বাজার এখনও সেই আগের অবস্থানেই দাঁড়িয়ে আছে।

এমআর/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর