শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘গুলি কর, গুলি কর’ বলে ২ কাস্টমস কর্মকর্তার ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

NBR
ছবির বামে হামলার শিকার এক কাস্টমস কর্মকর্তা। ডানে ক্ষতিগ্রস্ত গাড়িটি।

চট্টগ্রামে দুষ্কৃতিকারীদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অধীন কাস্টমস হাউস চট্টগ্রামের দুই কর্মকর্তা। অবৈধ পণ্য খালাস প্রতিহত করায় সংঘবদ্ধ চক্রের এই হামলা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় মোটরসাইকেলযোগে আসা তিনজন অজ্ঞাত ব্যক্তি একটি গাড়ি থামিয়ে কাস্টমসের দুই কর্মকর্তার ওপর চাপাতি দিয়ে হামলা চালায় এবং লাথি মেরে গাড়ির বাম পাশের গ্লাস ভেঙে ফেলে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার রাতে এনবিআরের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এনবিআর জানায়, এসময় হামলাকারীরা বারবার ‘গুলি কর, গুলি কর’ বলে চিৎকার করছিল বলে জানিয়েছেন আক্রান্ত কর্মকর্তারা। জীবন বাঁচাতে তারা দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

হামলার শিকার দুই কর্মকর্তা হলেন— এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা মো. বদরুল আরেফিন ভূঁইয়া। 

সাম্প্রতিক অভিযানের পর থেকেই হুমকি


বিজ্ঞাপন


চট্টগ্রাম কাস্টমস হাউস সম্প্রতি বেশ কয়েকটি বড় অভিযানে রাজস্ব ফাঁকি ও নিষিদ্ধ পণ্যের চালান আটক করে। এর মধ্যে রয়েছে প্রায় ১০ কোটি টাকার নিষিদ্ধ পপি সিড ও সোডিয়াম সাইক্লামেট জব্দ, গত মে মাসে ৩০ কোটি টাকার নিষিদ্ধ সিগারেট জব্দ এবং কসমেটিকসের আড়ালে ভুয়া ঘোষণায় আমদানি করা পণ্যের চালান জব্দ।

এসব অভিযানের পর থেকে সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তারা বিভিন্ন সময় হুমকির মুখে পড়েন। গত ৫ অক্টোবরও একজন কর্মকর্তা হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি পেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (নং–২৮২) করেন।

আজকের এই হামলার ঘটনায় রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ডবলমুরিং থানায় একটি মামলা করেছেন।

এনবিআরের নিন্দা ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান

এনবিআর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেছে— সৎ, নিষ্ঠাবান কর্মকর্তাদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এনবিআর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর