মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এনবিআরের কোনো কর্মকর্তা অনৈতিক কাজ করলে ব্যবস্থা: চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

এনবিআরের কোনো কর্মকর্তা অনৈতিক কাজ করলে ব্যবস্থা: চেয়ারম্যান
এনবিআরের প্রধান কার্যালয়ে মিট দ্যা বিজনেস অনুষ্ঠান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনো কর্মকর্তা অনৈতিক কাজে জড়িয়ে পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংস্থাাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, জনগণের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়। কেন হয়রানি মেনে নেবেন? ব্যবসা বাড়লে রাজস্ব বাড়বে। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই প্রধান ফোকাস।

আজ বুধবার (৮ অক্টোবর) এনবিআরের প্রধান কার্যালয়ে মিট দ্যা বিজনেস শীর্ষক সেমিনারে এনবিআর চেয়ারম্যান এসব বলেন। 


বিজ্ঞাপন


এনবিআর চেয়ারম্যান বলেন, এক থেকে দুদিনের মধ্যে শুল্ক স্টেশন থেকে পণ্য ছাড়তে হবে, সময়ক্ষেপণের মাধ্যমে ব্যবসায়ীদের ডেমারেজ করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। মালামাল আসার পর অ্যাসেসমেন্ট কমিটি করলে পণ্যের ডেমারেজ দিতে হয়। এভাবে পণ্য ছাড় করলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না। যদি কমিটি করতেই হয়, তাহলে মাল আসার আগে করতে হবে। যেমন— বাবা মারা গেছে, ছেলেরা সম্পদ ভাগ করে বাবার লাশ দাফন করবে, এটা হবে না।

ব্যবসায়ীদের উদ্দেশে আবদুর রহমান খান বলেন, যারা বিজনেস করতে আসছেন, তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। সেটা নিশ্চিত করাই আমাদের মূল কাজ। কোনো আলোচনা করার দরকার হলে তা যতো দ্রুত সম্ভব সমাধান করতে হবে।
 
এমআর/ক.ম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর