রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অর্থ পাচারকারীরা বুদ্ধিমান, নানা কৌশল ব্যবহার করে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

Saleh
সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘অর্থ পাচারকারীরা অনেক বুদ্ধিমান, তারা নানা কৌশল ব্যবহার করে। অর্থ ফেরত আনতে কিছুটা সময় প্রয়োজন। ইতোমধ্যে অগ্রগতি হয়েছে, এমনকি বিভিন্ন লিগ্যাল ফার্মের সঙ্গেও আলোচনা চলছে।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


ড. সালেহউদ্দিন আশা প্রকাশ করেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ দেশে ফেরত আনা সম্ভব হবে। ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে এ প্রক্রিয়া সফল হবে না। কারণ অর্থ ফেরত আনা একটি আন্তর্জাতিক অনুশীলন, যা সময়সাপেক্ষ।’

তিনি বলেন, ‘কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে জানানো যাবে পাচারকৃত অর্থ কতটুকু ফেরত আনা যাবে। ইতোমধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে। কোন দেশে তাদের অ্যাকাউন্ট ও পাসপোর্ট রয়েছে, সে সম্পর্কিত তথ্যও পাওয়া গেছে। এখন বাকি কাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘বিদেশ থেকে চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি জানান, ‘সারের ক্রয়মূল্য কিছুটা কমছে। চালের মজুদ থাকলেও পার্শ্ববর্তী দেশ হঠাৎ সরবরাহ বন্ধ করলে অনিশ্চয়তা দেখা দেয়, তাই আগেভাগেই চাল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।’


বিজ্ঞাপন


বাজার পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে চালের দাম কিছুটা কমেছে। তবে সবজির দাম মৌসুমভিত্তিক।’ বাজার ব্যবস্থাপনায় এখনো পুরোপুরি সফলতা আসেনি বলে স্বীকার করেন তিনি।

এএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর