জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভাগ ও সংস্কার নিয়ে সতর্ক করার একদিন পরই সংস্থাটির সংস্কার-বিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত করেছে সরকার।
রবিবার (২৮ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটির কার্যক্রম সমাপ্তি ঘোষণা করে।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) কমিটির সদস্য ফরিদ উদ্দিন মন্তব্য করেছিলেন, অধ্যাদেশ অনুযায়ী এনবিআরকে দুটি ভাগ—রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—করে দিলে তা জাতির জন্য ‘ভয়ংকর পরিস্থিতি’ সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, “আমরা কমিটি থেকে যে সুপারিশ দিয়েছি, তা সেভাবে বাস্তবায়িত হয়নি। ভুলভ্রান্তি যদি অযাচিতভাবে বা বিদ্বেষ থেকে করা হয়, পরিস্থিতি ভয়ংকর হবে।”
কমিটি গত বছরের অক্টোবর মাসে গঠিত হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল সংস্থার প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, রাজস্ব নীতি ও প্রশাসন সংস্কার, শুদ্ধাচার ও সুশাসনের কাঠামো তৈরি, নাগরিক যোগাযোগ উন্নয়ন এবং অংশীজন সম্পৃক্ততা বাড়ানো। তবে সংস্থাকে দুটি ভাগে করা মূল কাজের মধ্যে ছিল না।
চলতি বছরের ১২ মে রাতের মধ্যেই সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করে এনবিআরের কার্যক্রম পৃথক করে। এরপর দুই মাসের কর্মসূচিতে ৩৪ জন কর্মকর্তা বরখাস্ত হন।
বিজ্ঞাপন
এমআর

