রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে, জেনে নিন বাজারদর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম

শেয়ার করুন:

gold
স্বর্ণের দামে নতুন রেকর্ড। ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। টানা আটবার দাম বৃদ্ধির পর সম্প্রতি একবার কমানো হয়েছিল স্বর্ণের মূল্য। তবে সে সুবিধা বেশিদিন থাকেনি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (২১ সেপ্টেম্বর) থেকে সারাদেশে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের এই নতুন দাম ঘোষণা করে। নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের মূল্য আগের তুলনায় ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা।


বিজ্ঞাপন


এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা।

বাজুস জানিয়েছে, ঘোষিত এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন, ওজন ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তন হতে পারে।

এর আগে, সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর একবার দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা। ওই দাম কার্যকর হয়েছিল ১৮ সেপ্টেম্বর থেকে। কিন্তু চার দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।

স্বর্ণের দাম বারবার ওঠানামার কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। চলতি বছরে এটিই ছিল স্বর্ণের দামে ৫৫তম সমন্বয়। এর মধ্যে ৩৮ বার দাম বাড়ানো হয়েছে এবং মাত্র ১৭ বার কমানো হয়েছে।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০২৪ সালে পুরো বছরে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার। যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৭৬ টাকায়, যা রুপার ইতিহাসে সর্বোচ্চ দাম।

এছাড়া ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ১৩৫ টাকায়।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, মুদ্রাবাজারে অস্থিরতা এবং ডলারের ঘাটতির কারণে দেশের স্বর্ণবাজারে অস্থিরতা বেড়েছে। ফলে প্রায় প্রতি সপ্তাহেই দাম পুনর্নির্ধারণ করতে হচ্ছে। এতে করে ভোক্তাদের মধ্যে একধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। অনেকেই প্রয়োজনের সময় স্বর্ণ কিনতে পারছেন না, আবার অনেকে দামের হঠাৎ বৃদ্ধির সুযোগে পুরোনো স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর