রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গ্রাহকদের হয়রানি না করার অনুরোধ অর্থ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

গ্রাহককে হয়রানি না করার অনুরোধ অর্থ উপদেষ্টার

সেবাগ্রহীতাদের হয়রানি না করতে কর আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কর আইনজীবীদের প্রতি অনুরোধ থাকবে গ্রাহকদের হয়রানি না করার এবং গ্রাহকদের প্রতি অনুরোধ থাকবে যথাসময়ের মধ্যে ফি প্রদান করার। আইনজীবীরা সরকারকে অন্ধকারে রাখবেন না।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্যাক্স রিপ্রেজেন্টিটিভ ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অনুরোধ জানান।


বিজ্ঞাপন


অর্থ উপদেষ্টা বলেন, মানুষ চায় সেবা। সেবা দিলে তার মূল্য দিতে কৃপণতা করবেন না। ফেব্রুয়ারি মাসের আগে আমরা আরও কিছু পদক্ষেপ রাখতে চাই। জনমানুষের হয়রানি কমাতে এবং সেবা খাতে স্বচ্ছতা আনতে চায় অন্তর্বর্তী সরকার। এই সরকারের করে যাওয়া সংস্কার পরবর্তী সরকারের জন্য সহায়ক হবে।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, আগামী বছর থেকে করপোরেট কর দাখিল পুরোপুরি অনলাইনে বাধ্যতামূলক করা হবে। চলতি বছরই তৈরি করা হবে কর অ্যাপস।
 
কর আদায়ের প্রক্রিয়া ডিজিটালাইজেশন করা গেলে অডিট সিলেকশন ও অডিট প্রক্রিয়া অটোমেটেড করা সম্ভব হবে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর