রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পোশাক ও বস্ত্রখাতের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু ১০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

পোশাক ও বস্ত্রখাতের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু ১০ সেপ্টেম্বর

রাজধানীতে শুরু হচ্ছে তৈরি পোশাক ও বস্ত্রখাতের চার দিনের আন্তর্জাতিক প্রদর্শনী। ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই প্রদর্শনীর ২৪তম আসর বসবে। আয়োজন করছে সেমস–গ্লোবাল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


আয়োজকরা জানান, এবারের প্রদর্শনীতে ৩৭টি দেশের এক হাজার ৪৭৫টিরও বেশি কোম্পানি অংশ নেবে। প্রদর্শনীতে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প–সংশ্লিষ্ট আধুনিক মেশিনারি, সুতা, কাপড়, অ্যাকসেসরিজ, রং, কেমিক্যালসসহ নতুন প্রযুক্তি প্রদর্শন করা হবে।

এবারের আয়োজনে আলাদাভাবে অনুষ্ঠিত হবে ২৪তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫–সামার এডিশন এবং ৪৮তম ডাই অ্যান্ড কেম বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো।

সংবাদ সম্মেলনে মেহেরুন এন ইসলাম বলেন, ‘এই তিনটি প্রদর্শনী বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী। প্রদর্শনীসমূহ ক্রেতা ও সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত সর্ববৃহৎ বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) মিটিং প্লেস, যেখানে ব্যবসার প্রসারে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা ও সরবরাহকারীরা কাজ করতে পারবেন।’

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর