রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিলারদের সঙ্গে নিটল-নিলয় গ্রুপের মতবিনিময়

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

ডিলারদের সঙ্গে নিটল-নিলয় গ্রুপের মতবিনিময়

রাজধানীতে নিটল-নিলয় গ্রুপের প্রতিষ্ঠান নিটল মোটরস লিমিটেডের শীর্ষ ব্যক্তিরা ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী ঢাকার খিলগাঁও নিটল-নিলয় কোম্পানির কার্যালয়ে ঢাকাসহ আশপাশের ডিলারদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কোম্পানির চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ, ভাইস চেয়ারম্যান আবদুল মারিব আহমদ, সিও মুস্তাক আহমেদ, সিবিও আবদুল মাজেদ ও হেড অব বাইসাইকেল মশিউর রহমানসহ প্রমুখ।

thumbnail_1166

বক্তারা ডিলারদের উদ্দেশে বলেন, কীভাবে নিটল-নিলয় গ্রুপ প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। কীভাবে কাস্টমার বাড়ানো যায়, সেদিকে লক্ষ্যে রেখে কাজ করে যাচ্ছে নিটল মোটরস। বর্তমানে নিটল মোটরস বাজারে নিয়ে এসেছে ই-বাইসাইকেল। ই-বাইসাইকেল (ইলেকট্রিক বাইসাইকেল) এমন একটি সাইকেল যেখানে একটি ইলেকট্রিক মোটর যুক্ত থাকে এবং এটি চালকের প্যাডেলিংয়ে সহায়তা করে বা থ্রোটল ব্যবহার করে চালিত হতে পারে ই-বাইসাইকেল।

আরও পড়ুন

সুজুকি মোটরসাইকেলের ব্রেকে ত্রুটি, বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে এই মডেল

এদিকে আগস্ট মাসে সর্বোচ্চ ২৪টি গাড়ি বিক্রি করে প্রথম পুরষ্কার ও সার্টিফিকেট অর্জন করেন ঢাকার যাত্রাবাড়ি (রায়েরবাগ) ইউনিক মোটরসের স্বত্বাধিকারী মো. মহি উদ্দিন।

thumbnail_1173

জানতে চাইলে মহিউদ্দিন ঢাকা মেইলকে জানান, যে মানুষ যত বেশি পরিশ্রম করে, সেই মানুষ ততো বশি সাফল্যের সিঁড়িতে পৌঁছতে পারে। খুব ছোটবেলা থেকে পরিশ্রম করে আজ আমার এ পর্যন্ত আসা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর