রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লাগামহীন বাজার, শুক্রবার এলে আরও বাড়ে মাছ-মাংস-সবজির দাম

একে সালমান
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ০৩:১০ পিএম

শেয়ার করুন:

লাগামহীন বাজার, শুক্রবার এলে আরও বাড়ে মাছ-মাংস-সবজির দাম

‎রাজধানীর বিভিন্ন বাজারে শুক্রবার এলেই নিত্যপণ্যের দাম চড়া হয়ে ওঠে। লাগামহীন হয়ে পড়ে মাছ-মাংস ও সবজির দাম। সাপ্তাহিক ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে আসা মানুষের ভিড় থাকায় ব্যবসায়ীরা এ সুযোগকে কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। ফলে শুক্রবারে সবজি থেকে শুরু করে মাংসের বাজারে দেখা যায় অস্বাভাবিক  মূল্যবৃদ্ধি। 

‎ক্রেতাদের অভিযোগ, শুক্রবারে বাজারে কেনাকাটা করতে এসে দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতি চোখে পড়ে। বাজারে পর্যাপ্ত নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেন। ফলে সাধারণ ভোক্তাদের পকেটে চাপ বাড়ছে। শুক্রবার (২৯ আগস্ট) সরেজমিন রাজধানীর টাউন হল বাজার, কৃষি মার্কেট, ঝিগাতলা কাঁচা বাজার ও আগারগাঁও কাঁচা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। 


বিজ্ঞাপন


বিভিন্ন ‎বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯৫টাকা, সোনালী মুরগি ২৮০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংসের দাম অন্য দিনের তুলনায় ৪০-৫০ টাকা বেশি। প্রতি কেজি গরুর মাংস ৭৫০-৮০০ টাকা ও খাসির মাংস ১১'শ টাকা থেকে ১২'শ ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

প্রতিদিনের তুলনায় শুক্রবারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। আলু, পেঁয়াজ, টমেটো, শসা, ঢেঁড়স, লাউ থেকে শুরু করে শাক-সবজি কিনতে গিয়েই ক্রেতারা হাঁসফাঁস করতে হচ্ছে। বিশেষ করে, মাছ ও সকল মুরগি এবং গরুর মাংস ও খাসির মাংস কোনো কোনো বাজারে কেজিপ্রতি অন্য দিনের তুলনায় শুক্রবার ৪০-৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে।  

ক্রেতারা মনে করেন, শুক্রবার ছুটি দিন হওয়ায় এই সুযোগ কাজে লাগাচ্ছেন ব্যবসায়ীদের অসাধু চক্র। সপ্তাহের শুক্রবারের তুলনায় অন্য দিনগুলোতে বাজারে নিত্যপণ্যের দামে থাকে অনেক তফাৎ। শুধু শুক্রবার সবাই ছুটি পেয়ে বাজারে আসায় অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে সক্রিয় হয়ে ওঠে।


বিজ্ঞাপন


‎নিজাম উদ্দিন নামে এক ক্রেতা জানান, আমি একটা বেসরকারি চাকরি করি। শুক্রবার ছাড়া বাজারে আসার সময় পাই না। কিন্তু বাজারে এলে দেখি সব কিছুর দাম বেশি। যে গরুর মাংস সপ্তাহের অন্যদিন ৭০০ টাকা দরে কিনি, সেটি শুক্রবার ৭৫০-৮০০ টাকায় কিনতে হয়। মুরগীর মধ্যে ব্রয়লায় মুরগী কিনে নিতে হয়। তাও অন্যদিনের তুলনায় দাম বেশি থাকে। শুক্রবার এলেই ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দেন। 

‎দেলোয়ার জাহান নামে আরেক ক্রেতা জানান, আমি সপ্তাহে প্রায় দিনই টুকটাক বাজার করি। তবে শুক্রবার এলে মাংস কিনতে হয়। কারণ এদিন বাসায় মিলাদ পড়াই। পাশাপাশি নিজেরা খাওয়ার জন্য নিয়ে যাই। প্রতি শুক্রবারে এসে দেখি বাজারে সবকিছুর সঙ্গে মাংসের দাম বাড়তি রাখা হয়। অন্যদিনের তুলনায় দাম বাড়িয়ে রাখায় আমাদের সঙ্গে ব্যবসায়ীদের ঝগড়া লেগে যায়। এরপরও অসাধু ব্যবসায়ীরা দাম কমিয়ে রাখে না। মূলত শুক্রবার বাজার মনিটরিং করার মতো কেউ নাই। এই সুযোগে ব্যসায়ীরা দাম বাড়িয়ে দেয় কয়েকগুণ।
 
‎বাজারে সবজির পাশাপাশি মাছ, মুরগী ও গরু-খাসির মাংসের দাম বেড়ে যাওয়ায় অনেক ক্রেতা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। ক্রেতাদের দাবি, শুক্রবারে বাজার ব্যবস্থায় সরকার দায়িত্ব নিয়ে মনিটরিং করবেন।

‎তবে বিক্রেতাদের দাবি, শুক্রবারে চাহিদা অনেক বেড়ে যায়, বিশেষ করে মাংস ও সবজিতে। পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারে দাম বেড়ে যায়।

একেএস/ক.ম/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর