রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আজ থেকে দেশে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

আজ থেকে দেশে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে, ভরি কত?
আজ থেকে দেশে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে, ভরি কত?

নতুন করে বাড়ানো হলো স্বর্ণের দাম। বুধবার (২৭ আগস্ট) থেকে সারাদেশে কার্যকর হয়েছে এই নতুন মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের এই নতুন দর ঘোষণা করে।

বাজুস জানিয়েছে, প্রতিভরিতে স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা।


বিজ্ঞাপন


এর পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকায়, ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকায়। 

বাজুস জানিয়েছে, এই দামে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার মান ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।

আরও পড়ুন

স্বর্ণের বাজারে সুখবর: দাম কমেছে, জেনে নিন আজকের বাজারদর

এর আগে, গত ২৪ জুলাই সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন প্রতি ভরিতে দাম ১ হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের নতুন দর ছিল ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। এক মাসের ব্যবধানে এবার আবার বাড়ানো হলো দাম।


বিজ্ঞাপন


এ নিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত ৪৬ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হলো। এর মধ্যে ৩০ বার দাম বাড়ানো হয়েছে, আর ১৬ বার কমানো হয়েছে। গত বছর (২০২৪ সাল) স্বর্ণের দাম পরিবর্তন হয়েছিল ৬২ বার। যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

অন্যদিকে, রুপার দাম কোনো পরিবর্তন করা হয়নি। আগে যেমন ছিল, এখনও তেমনই আছে। বর্তমান বাজারদরে ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হার ও আমদানি ব্যয় বৃদ্ধির প্রভাবেই বারবার স্বর্ণের দাম বাড়ছে বলে জানিয়েছে বাজুস সংশ্লিষ্টরা। ক্রেতাদের অনেকেই দামে স্থিতিশীলতা না থাকায় উদ্বিগ্ন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর