গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন আশরাফ আল বারি নামে এক ব্যাংক কর্মকর্তা। ভুয়া ভিজিটিং কার্ড ছাপিয়ে সাধারণ মানুষের হাতে দিতেন তিনি। এমনকি বিভিন্ন ব্যাংকের এমডি ও চেয়ারম্যানদের কাছে চাকরির তদবির করে চাপ সৃষ্টিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রোববার (২৫ আগস্ট) দুপুরে আশরাফ আল বারিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তিনি এনআরবি ব্যাংকের মাদানি শাখার ব্যবস্থাপক (ব্রাঞ্চ ম্যানেজার) হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, ‘ডিজিএফআই-এর ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ আল বারি, পরিচালক (অপারেশনস) পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করেছিলেন আশরাফ। টঙ্গী বাজারের একটি দোকান থেকে এসব কার্ড ছাপিয়ে তিনি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিতেন। এভাবে তিনি বিভিন্ন ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাছে চাকরির তদবির করে প্রভাব বিস্তার করার চেষ্টা করতেন।’
তিনি আরও জানান, দুপুরে নিজ কর্মস্থল থেকে আশরাফকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হবে।
এএস/এআর

