রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমানের পর এবার যুক্তরাষ্ট্র থেকে জাহাজ কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

jahaj
যুক্তরাষ্ট্র থেকে দুটি জাহাজ কেনা হবে। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে অন্তর্বর্তী সরকার নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। এতে সরকার অনেকটা সফলও। এই শুল্ক আরও কমানোর চেষ্টা চালাচ্ছে সরকার। এর মধ্যেই দেশটি থেকে ২৫টি বিমানের পর এবার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।   

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জাহাজ কেনার প্রস্তাব অনুমোদিত হয়।


বিজ্ঞাপন


সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনা হবে। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নামক প্রতিষ্ঠান থেকে এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৬ কোটি টাকা।

জানা গেছে, দুটি জাহাজ কিনতে দরপত্র আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি। এতে বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে ৭৬ দশমিক ৬৯ মিলিয়ন বা ৭ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ২৫টি বোয়িং কেনার অর্ডার দিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কিনছে সরকার

বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারে ধস

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান তখন বলেছিলেন, বোয়িংয়ের ব্যবসা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। এছাড়া অন্যান্য দেশের মধ্যে ভারত অর্ডার দিয়েছে ১০০টি, ভিয়েতনাম ১০০টি ও ইন্দোনেশিয়া ৫০টি।

নানা দেন-দরবারের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মঙ্গলবার (১২ আগস্ট) জানিয়েছেন, এই শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করছে সরকার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা এখনো চলমান আছে। চূড়ান্ত চুক্তির আগে এটি হতে পারে।

সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বিমান এবং দুটি জাহাজ কেনার সিদ্ধান্ত দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করবে। এর প্রভাব দেশটির আরোপিত শুল্কেও পড়তে পারে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর