প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা আজিয়াটাকে বাংলাদেশে ৫জি পরিষেবা চালু করতে এবং দেশের ডেটা সেন্টারে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য উচ্চ গতির ইন্টারনেট অপরিহার্য, যা ডিজিটাল অর্থনীতিতে আগ্রহী বৈশ্বিক সংস্থাগুলোর কাছ থেকে বিনিয়োগ আকর্ষণে সহায়তা করবে। তিনি বলেন, শীর্ষ টেলিকম অপারেটরদের জন্য আরও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকার লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করছে।
বিজ্ঞাপন
মোবাইল ফোন অপারেটর রবির মূল সংস্থা আজিয়াটা বেরহাদের গ্রুপ সিইও বিবেক সুদ জানান, বাংলাদেশে ৫জি'র পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে ৫জি'র পূর্ণাঙ্গ প্রসারের জন্য দেশের ফাইবার অপটিক নেটওয়ার্কের সম্প্রসারণ জরুরি।
বিবেক সুদ বলেন, রবি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে প্রতি বছর প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং ৫জি পরিষেবায় বিনিয়োগের জন্য আগ্রহী। তবে, তিনি বিদেশি অপারেটরদের বিনিয়োগের ক্ষেত্রে ব্যয়বহুল স্পেকট্রাম ফি এবং জটিল লাইসেন্সিং ব্যবস্থাকে অন্যতম বাধা হিসেবে চিহ্নিত করেন।
আজিয়াটার সিইও জানান, এক্সিয়াটা বাংলাদেশে ডেটা সেন্টারের জন্য যৌথ উদ্যোগে অংশীদার হতেও আগ্রহী। অধ্যাপক ইউনূস এই প্রসঙ্গে বেসরকারি খাত এবং নিয়ন্ত্রকদের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরের কাছাকাছি আসা এবং একে অপরকে বোঝা।’
আজিয়াটার পক্ষ থেকে দলের নেতৃত্ব দেন আজিয়াটা গ্রুপের চেয়ারম্যান এবং স্বতন্ত্র নন-এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিল রিডজা রিডজুয়ান।
বিজ্ঞাপন
এ সময় আরও ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফৌসুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা'র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।
বৈঠকে আরও ছিলেন আজিয়াটা গ্রুপের চিফ রেগুলেটরি এবং গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অফিসার ফুং চি কিয়ং এবং গ্রুপের চিফ বিজনেস ও টেকনোলজি অফিসার টমাস হুন্ডট। -বিজ্ঞপ্তি
ক.ম/

