রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তুরস্ক থেকে ২৫ হাজার টন চিনি আমদানির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

তুরস্ক থেকে ২৫ হাজার টন চিনি আমদানির উদ্যোগ

দেশে চিনির চাহিদা মেটাতে তুরস্ক থেকে ২৫ হাজার টন পরিশোধিত চিনি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি কেজি চিনির মূল্য ধরা হয়েছে ১০৬ টাকা ৬৬ পয়সা। এত ২৫ হাজার টন চিনি আনতে ব্যয় হবে ১৭৫ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা।

আজ বুধবার (৬ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই চিনি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়েল পক্ষ থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২৫ হাজার টন পরিশোধিত চিনি কেনার প্রস্তাব উপস্থান করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের নিকট ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ২৫ হাজার টন পরিশোধিত চিনি কেনার জন্য আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে মাত্র একটি দরপ্রস্তাব জমা পড়ে। 
 
এমআর/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর