আন্তর্জাতিক বাণিজ্য ও বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ‘সানজেন এডু লিমিটেড’-এর সিইও মনিরুল হক সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছেন। তিনি Bengal Chamber of Commerce এবং London Chamber of Commerce–এর যৌথ ফোরামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন।
এই অংশগ্রহণ বাংলাদেশের আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
বিজ্ঞাপন
মনিরুল হক দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য গ্লোবাল সুযোগ তৈরি করে আসছেন। তার নেতৃত্বে সানজেন এডু লি. দেশের শিক্ষার্থীদের জন্য ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের বাজারে একাধিক দ্বিপাক্ষিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এই ফোরামে তার অংশগ্রহণ বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য নতুন দিগন্তের সূচনা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি বহন করে।
মনিরুল হক বলেন, ‘বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে নিতে এবং বিশ্বমানের কানেকশন তৈরিতে এ ধরণের অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং বিশ্বে বাংলাদেশের শিক্ষার্থীদের নতুন নতুন সুযোগ তৈরি করবে।
তিনি বলেন, ‘এটি শুধু সানজেন এডু লি.-এর নয়, বরং পুরো বাংলাদেশের জন্য একটি বড় অর্জন।’

