শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেন পতনের ধারা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২২, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেন পতনের ধারা অব্যাহত

চলতি সপ্তাহে পুঁজিবাজারে টানা পতন দেখা গেছে। প্রথম ও দ্বিতীয় কার্যদিবসের মতো গতকাল মঙ্গলবারও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৪ শতাংশ সিকিউরিটিজের দর হ্রাস পেয়েছে। একই সঙ্গে এদিন সূচকের পাশাপাশি লেনদেন কমেছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ কমে ছয় হাজার ৩১১ দশমিক ৬৫ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ কমে এক হাজার ৩৭৮ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৯ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ কমে দুই হাজার ২৯৫ দশমিক ৪১ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ৫৭টির এবং কমেছে ২৮২টির। বাকি ৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৭২৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ৯৬ কোটি ৫১ লাখ টাকা। ডিএসইতে এদিন ২৫ কোটি ৫৯ লাখ ৯০ হাজার ৩৪০টি শেয়ার এক লাখ ২১ হাজার ৭৮৬ বার হাতবদল হয়।


বিজ্ঞাপন


ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৩৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ২ টাকা ৭০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ২৭ কোটি ৯৭ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ২৩ কোটি ৬৭ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানির ১৯ কোটি আট লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৫ কোটি ৯০ লাখ, আরএকে সিরামিকস লিমিটেডের ১৩ কোটি ৭১ লাখ, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৩ কোটি এক লাখ, এইচআর টেক্সটাইল লিমিটেডের ১২ কোটি ৩৫ লাখ, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, গতকাল ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এরপরের অবস্থানে থাকা ফু-ওয়াং ফুডের ৪ দশমিক ৪৬ শতাংশ ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৭৫ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের তিন দশমিক ৪৫ শতাংশ, আল হাজ টেক্সটাইল লিমিটেডের তিন দশমিক ২২ শতাংশ, দেশ গার্মেন্টস লিমিটেডের দুই দশমিক ২৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের দুই দশমিক ১১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮৩ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ কমে ১১ হাজার ১৪৫ দশমিক ৯৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ দশমিক ৩৪ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ কমে ১৮ হাজার ৫৯১ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৩৪টির, কমেছে ২১১টির এবং ৩০টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে ৫৬ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৭ কোটি ১৮ লাখ টাকার। অর্থাৎ সিএসইতে গতকাল লেনদেন কমেছে ৯১ লাখ ১৫ হাজার টাকা।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর