রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পুঁজিবাজারে সাড়ে ৮ মাসের সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

Share
পুঁজিবাজারে উত্থান। ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ জুলাই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে। তবে, এ দিন ডিএসইতে প্রায় সাড়ে ৮ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৯.৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৯.৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২০ পয়েন্টে দাঁড়িয়েছে।


বিজ্ঞাপন


ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৬৭টি কোম্পানির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত আছে ৫১টির।

এদিন ডিএসইতে মোট ৭৩৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬১.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬৬০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১০৫.৮২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৯৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.৬১ পয়েন্ট বেড়ে ৯০২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১২১.৮১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩৯টি কোম্পানির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির।


বিজ্ঞাপন


সিএসইতে ৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৭১ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এমআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর