রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রথমবার নিলামে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

Dollar
ডলার। ফাইল ছবি

প্রথমবারের মতো দেশের ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স ও রফতানি আয়ে ইতিবাচক ধারা তৈরি হওয়ায় বাজারে ডলারের চাহিদা হ্রাস পায়, যার ফলে ডলারের দরও কমতে শুরু করে। এমন পরিস্থিতিতে বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এই পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, মোট ১৮টি ব্যাংক থেকে ১৯১ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।


বিজ্ঞাপন


আরিফ হোসেন খান বলেন, ‘বাজারে চাহিদা কমে যাওয়ায় হঠাৎ করে ডলারের দর কমতে শুরু করে। রফতানিকারক ও রেমিট্যান্স পাঠানো ব্যক্তিদের স্বার্থে ডলার কিনেছি। এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। তবে অনেক দিন ধরে ডলারের দাম ঊর্ধ্বমুখী থাকায় এতদিন এমন প্রয়োজনে পড়িনি।’

গত এক সপ্তাহে ডলারের দাম প্রায় ২ টাকা ৯০ পয়সা কমেছে। বেশিরভাগ ব্যাংক রেমিট্যান্সের ডলার কিনতে ১২০ টাকা রেট প্রস্তাব করেছে, যদিও কিছু ব্যাংক ১২০ টাকা ৫০ পয়সা পর্যন্ত দিতে চেয়েছে।

গত ডিসেম্বরের শুরুতে ডলারের বাজারে অস্থিরতা দেখা দেয়। মাত্র দুই কার্যদিবসে ডলার-টাকার বিনিময় হার রেকর্ড ভেঙে ১২৮ টাকায় পৌঁছায়। পরে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে দর কিছুটা স্বাভাবিক হয়। তখন অস্বাভাবিক দামে রেমিট্যান্স কেনার অভিযোগে ১৩টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

ওই সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, কয়েকটি ব্যাংকের অপরিণত সিদ্ধান্তে অস্থিরতা তৈরি হয়েছে। বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো ইচ্ছেমতো দর বাড়াচ্ছে—এ ধরনের আচরণ বরদাশত করা হবে না।


বিজ্ঞাপন


পরবর্তীতে চলতি বছরের মে মাসের মাঝামাঝি বাংলাদেশ ব্যাংক বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থায় চলে যায়, যার ইতিবাচক প্রভাব ধীরে ধীরে বাজারে পড়তে শুরু করেছে।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর