রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৩০ দিনের মধ্যে মিনিকেট নামের চাল বাজারজাত বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

৩০ দিনের মধ্যে মিনিকেট নামের চাল বাজারজাত বন্ধের নির্দেশ

আগামী ৩০ দিনের মধ্যে মিনিকেট নামে চাল বাজারজাত বন্ধের নির্দেশ দিয়েছে ভোক্তা অধিদফতর। এ সময়ের মধ্যে তা কার্যকর না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান।

রোববার (১৩ জুলাই) এক মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।


বিজ্ঞাপন


ভোক্তার ডিজি বলেন, সরকারি সিদ্ধান্ত মেনে ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করার প্রতিশ্রুতি দেয় করপোরেট প্রতিষ্ঠানগুলো। তবে এক্ষেত্রে কৃষক ও মিল পর্যায়ে ধানের জাতের সত্যতা নিশ্চিত করার দাবি জানান তারা।

মোহাম্মদ আলীম আখতার খান বলেন, প্রতিটি জেলায় ডিসিদেরকে অননুমোদিত চাল সরবরাহ ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হবে।

মোটা চাল ছাঁটাই ও পলিশ করে মিনিকেট নামে বাজারজাত করা হচ্ছে। ৮৫ টাকা কেজি দরে এই চাল কিনে ঠকছেন ভোক্তা। ধানের জাত নেই অথচ মিনিকেট চাল বাজারে অহরহ দেখা মিলছে। 

এ অবস্থায় মিনিকেট নামে চাল বাজারজাত করা প্রতারণার সামিল উল্লেখ করে তা সরবরাহ বন্ধে কয়েক দফায় উদ্যোগ নেয় সরকার। যদিও কাজের কাজ কিছুই হয়নি। এমন প্রেক্ষাপটে মিনিকেট চাল নিয়ে আবারো নতুন সিদ্ধান্তের কথা জানালো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


বিজ্ঞাপন


এমআর/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর