রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
বিজ্ঞাপন
ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, দুদকের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে দুদকে হস্তান্তর করা হবে।
গত ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার এজাহারে বলা হয়, আতিউর রহমান, আবুল বারকাত এবং তার সহযোগীরা বিভিন্ন অনৈতিক উপায়ে ওই অর্থ আত্মসাৎ করেছেন। তবে ২০২২ সালে ঋণ অনিয়ম নিয়ে দুদকের তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তখন মামলার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল।
আওয়ামী লীগের আমলে ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর জনতা ব্যাংকের চেয়ারম্যান হন আবুল বারাকাত। ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির লুটপাটের পেছনে তার হাত রয়েছে বলে অভিযোগ আছে।
বিজ্ঞাপন
আবুল বারকাত ঢাকা বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেত চেয়ারম্যান। পাশাপাশি তিনি হিউম্যান ডেভলপমেন্ট রিসার্চ সেন্টার নামের একটি গবেষণা প্রতিষ্ঠানেরও অবৈতনিক প্রধান উপদেষ্টা। তার জন্ম কুষ্টিয়া শহরে। বাবা আবুল কাশেম ছিলেন স্বনামধন্য চিকিৎসক।
জেবি

