রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রফতানি বাড়াতে ৪৩ পণ্যে নগদ ভর্তুকি বহাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

Export
বাংলাদেশ ব্যাংক-রফতানি। ফাইল ছবি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য ৪৩টি পণ্য ও খাতে রফতানির বিপরীতে আগের মতোই নগদ সহায়তা বা ভর্তুকি দেওয়া হবে। এই সহায়তার হার সর্বনিম্ন ০.৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হয়। 


বিজ্ঞাপন


এতে বলা হয়, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ৪৩টি পণ্য রফতানির বিপরীতে প্রণোদনা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিগত বছরের মতো এবারও ৪৩টি পণ্য ও খাতকে একই হারে নগদ সহায়তা দেওয়া হচ্ছে। এই সহায়তা প্রদানে আগের হার অপরিবর্তিত রাখা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়, রফতানির বিপরীতে ভর্তুকি ছাড়ের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট জমা দিতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠান থেকেই নিরীক্ষা করাতে হবে।

সরকার প্রতিবছর রফতানি খাতকে চাঙ্গা রাখতে এবং নির্দিষ্ট খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে নির্দিষ্ট কিছু পণ্য ও খাতে নগদ সহায়তা দিয়ে থাকে। এই প্রণোদনার ফলে নতুন বাজার অনুসন্ধান ও রফতানি আয় বৃদ্ধির সুযোগ তৈরি হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন


টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর