অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে রেখে দেশে কার্যরত ব্যক্তি ও কোম্পানিগুলো টাকায় ঋণ নিতে পারবে। এমন সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী বাংলাদেশিরাও তাদের ওবিইউতে গচ্ছিত বৈদেশিক মুদ্রা জামানত রেখে স্থানীয় মুদ্রায় ঋণ নিতে পারবেন। বৃহস্পতিবার (৩ জুলাই) এই সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, অনিবাসী হিসাবধারীদের ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে রেখে দেশের ব্যাংকিং খাতের স্থানীয় অংশ (ডমেস্টিক ব্যাংকিং ইউনিট বা ডিবিইউ) থেকে টাকায় ঋণ দেওয়া যাবে। এ সুযোগ পাবেন বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক এবং বিদেশে নিবন্ধিত কোম্পানিগুলো— যারা ওবিইউতে বৈদেশিক মুদ্রা আমানত রাখতে পারেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়েছে, জামানতকারী ও ঋণগ্রহীতার মধ্যে যৌক্তিক সম্পর্ক থাকতে হবে। যেমন, প্রবাসী বাংলাদেশি ও তার স্থানীয় সুবিধাভোগী, বিদেশি শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারী কিংবা সংশ্লিষ্ট বিদেশি মালিকানাধীন কোম্পানির ক্ষেত্রে এই ঋণ মিলবে।
তবে জামানতের বিপরীতে কেবল স্বল্পমেয়াদি চলতি মূলধনের ঋণই দেওয়া যাবে। এই জামানতের বিপরীতে ব্যাংক কোনো চার্জ বা ফি নিতে পারবে না। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ঝুঁকি থাকলে ব্যাংক চাইলে জামানতের কিছু অংশ মার্জিন হিসেবে সংরক্ষণ করতে পারবে। ঋণ পরিশোধে ব্যর্থ হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে জামানত নগদায়ন করে ঋণ সমন্বয় করা যাবে।
এছাড়া, প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট (পিএফসিএ) এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনআরএফসিডি) অ্যাকাউন্টেও থাকা অর্থ জামানত হিসেবে ব্যবহার করে টাকায় ঋণ নেওয়া যাবে। তবে ওবিইউতে পরিচালিত ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্টে থাকা অর্থ এই সুবিধার আওতায় পড়বে না।
টিএই/এফএ

