রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে কারণে ৫ দিন বন্ধ থাকবে এনসিসি ব্যাংকের সব কার্যক্রম

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

NCC
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক।

আগামী ৮ জুলাই থেকে পাঁচ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সব কার্যক্রম। কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডের কারণে এমন সিদ্ধান্ত। 

বৃহস্পতিবার (৩ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ৮ জুলাই (মঙ্গলবার) রাত ৮টা থেকে ১৩ জুলাই (রোববার) সকাল ৮টা পর্যন্ত এনসিসি ব্যাংকের শাখা, উপশাখা, ডেবিট কার্ড, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং, সুইফট, বিএসিপিএস, বিএফটিএন, আরটিজিএস, এনপিএসবিসহ সকল লেনদেন ও সেবা সাময়িক বন্ধ থাকবে।

আরও পড়ুন: পাঁচ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম

আরও বলা হয়েছে, এনসিসি ব্যাংকের অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এই সাময়িক বিরতির অনুমোদন দিয়েছে।

এদিকে শুক্রবার (৪ জুলাই) থেকে আগামী ৮ জুলাই পর্যন্ত রূপালী ব্যাংকের কার্যক্রমও পাঁচ দিন বন্ধ থাকবে। রাষ্ট্রায়ত্ব ব্যাংকটির ডেটা সেন্টার স্থানান্তরের কাজ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


আর্থিক প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতে এই সাময়িক কার্যক্রম বন্ধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে সব ব্যাংকের অভিভাবক কেন্দ্রীয় ব্যাংক।
 
টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর