সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এখন থেকে দেশি প্রতিষ্ঠানের মতোই ঋণ পাবে বিদেশি কোম্পানি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

BB
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও বিএমআরই কার্যক্রমে বহুজাতিক ও বিদেশি কোম্পানিগুলোর জন্য টাকায় ঋণ নেওয়ার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। 

ফলে এখন থেকে এ ধরনের কোম্পানিগুলো দেশীয় বেসরকারি কোম্পানির মতো একই হারে টাকায় ঋণ নিতে পারবে। এ ঋণ কোনোভাবেই কোম্পানির সম্পদ মূল্যের তুলনায় বেশি হতে পারবে না। 


বিজ্ঞাপন


বুধবার (২ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে তিন বছর বা তার বেশি সময় ধরে উৎপাদন বা সেবা খাতে ব্যবসা করছে— এমন বিদেশি মালিকানাধীন বা নিয়ন্ত্রিত কোম্পানিগুলো এখন থেকে দেশি প্রতিষ্ঠানের মতোই স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে মেয়াদী ঋণ নিতে পারবে।

আগে এসব কোম্পানির ক্ষেত্রে ঋণ নেওয়ার জন্য ইকুইটি ও ঋণের অনুপাত ছিল ৬০:৪০। অর্থাৎ, ৬০ টাকার সম্পদের বিপরীতে কোম্পানিগুলো ৪০ টাকার ঋণ নিতে পারতো। 

এখন মূলধন অনুপাতে ঋণ সীমা করা হয়েছে ৫০:৫০। অর্থাৎ এখন থেকে ব্যাংকগুলো ইকুইটির সমপরিমাণ ঋণ নিতে পারবে। এতে বিদেশি কোম্পানিগুলোর পুঁজি বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে স্থানীয় বাজার থেকে অর্থায়ন আরও সহজ হবে।


বিজ্ঞাপন


তবে ব্যাংকগুলোকে এই ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রচলিত ঋণনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা ও একক ঋণগ্রহীতা সীমা মেনে চলতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর