সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি বিনিয়োগ গ্রাহক গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৯:৩২ পিএম

শেয়ার করুন:

arrest
গ্রেফতার মিয়া নূর উদ্দিন। ছবি: সংগৃহীত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির দিলকুশা শাখার বিনিয়োগ গ্রাহক মেসার্স নুর ব্রাদার্সের স্বত্বাধিকারী মিয়া নূর উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্যাংকে তার দীর্ঘদিনের খেলাপি দায় পরিশোধে গড়িমসি এবং প্রতারণার আশ্রয় নিয়ে ব্যাংকের অনুমতি ব্যতীত ব্যাংকের নিকট বন্ধকীকৃত অ্যাপার্টমেন্ট বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে বিক্রি করায় গ্রাহকের বিরুদ্ধে ব্যাংক এবং সেসব অ্যাপার্টমেন্ট ক্রেতাদের মামলার বিপরীতে আদালত উক্ত প্রতারকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


বিজ্ঞাপন


এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীর পল্টন থানা পুলিশ গত শনিবার (২৮ জুন) আসামী  মিয়া মো. নূর উদ্দিনকে গ্রেফতার করে। সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মিয়া নূর উদ্দিন এবং তার সহযোগী প্রতিষ্ঠানের নামে মুনাফাসহ প্রায় ১ শত ১০ কোটি টাকা খেলাপি দায় বিদ্যমান রয়েছে।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর