পণ্য আমদানি ও রফতানির পণ্যচালান শুল্কায়নের ক্ষেত্রে ১৯টি সংস্থার ইস্যু করা সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) সিস্টেমের মাধ্যমে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। যা আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।
আজ সোমবার (৩০ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
যে ১৯ সংস্থা থেকে ইস্যু করা বাধ্যতামূলক
সংস্থাগুলো হলো— ওষুধ প্রশাসন অধিদফতর, ইপিবি, বিস্ফোরক পরিদফতর, বেজা, বেপজা, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ (রাসায়নিক অস্ত্র কনভেনশন), পরিবেশ অধিদফতর, বিএসটিআই, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বিডা, সিভিল অ্যাভিয়েশন, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিআরসি,মৎস্য অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর।
এনবিআর জানিয়েছে, বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। এটি মূলত একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা ব্যবহার করে একজন আমদানিকারক-রফতানিকারক পণ্য খালাসের জন্য প্রযোজ্য সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের (সিএলপি) জন্য অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে সিএলপি সংগ্রহ করতে পারবেন।
এতে বলা হয়, সিএলপি গ্রহণের পূর্বে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিন) ব্যবহার করে বিএসডব্লিউ সিস্টেমে নিবন্ধন করতে হবে। এই সিস্টেম ব্যবহারের ফলে আমদানি-রফতানি কার্যক্রমে যেসব সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো— একটি কমন প্ল্যাটফর্মে আমদানি-রফতানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট সংক্রান্ত সব কার্যক্রম সংশ্লিষ্ট সব সংস্থা কর্তৃক যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা হবে।
বিজ্ঞাপন
এছাড়া এর ফলে সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগ (হিউম্যান ইন্টারেকশন) না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে; পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে সময় ও ব্যয় হ্রাস পাবে; দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে।
বিএসডব্লিউ’র মাধ্যমে ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের সংখ্যা ৩০ জুন পর্যন্ত ৩ লাখ ৮৯ হাজার ১৫ অতিক্রম করেছে। সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বা সিএলপি সমূহের ৮৫ দশমিক ৯৭ শতাংশ এক ঘণ্টার কম সময়ে এবং ৯৪ দশমিক ৬৩ শতাংশ একদিনের কম সময়ে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ইস্যু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি-রফতানি বাণিজ্যে যুক্ত সব অংশীজনকে বিএসডব্লিউ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হলো। যেকোনো প্রয়োজনে কল সেন্টারে (১৬১৩৯) ফোন করে এবং ওয়েবসাইট (www.bswnbr.gov.bd) থেকে বিএসডব্লিউ সংক্রান্ত সব সেবা গ্রহণ করা যাবে।
এমআর/এফএ

