বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এনবিআরের চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সেবা’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

NBR
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সব শ্রেণির চাকরিকে ‘অত্যাবশ্যকীয়’ সেবা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার (৩০ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন শাখা এ প্রজ্ঞাপন জারি করে।


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণ এবং আর্থিক ব্যবস্থাপনা গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরি সরকারের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণের জন্য এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা গতিশীল রাখার জন্য অত্যাবশ্যক বলে মনে করে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অ্যাসেনসিয়াল সার্ভিস (দ্বিতীয়) অর্ডিন্যান্স ১৯৫৮-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক জনস্বার্থ রক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস (অ্যাসেন্সিয়াল সার্ভিস) ঘোষণা করা হলো।

এমআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর