রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজস্ব ঘাটতি থাকলেও সংকট কাটিয়ে উঠছে এনবিআর — বললেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

রাজস্ব ঘাটতি থাকলেও সংকট কাটিয়ে উঠছে এনবিআর — বললেন চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, ভবিষ্যতে আর এমন সংকটময় পরিস্থিতির মুখে পড়তে হবে না। তিনি আশা প্রকাশ করে বলেন, সবাই দায়িত্বশীল হলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।

সোমবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


গত সপ্তাহজুড়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ চেয়ারম্যানের অপসারণ দাবি করে আন্দোলন করেছিল। পরে সরকারের কঠোর অবস্থানে আন্দোলন প্রত্যাহার করা হয়। এই বিরতির পর আজ প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হলেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, এই কয়দিনের ধাক্কা থাকলেও সামগ্রিকভাবে রাজস্ব আদায় বাড়বে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে রাষ্ট্রীয় স্বার্থে এগিয়ে আসতে হবে।

চেয়ারম্যান জানান, সোমবার সকাল ১০টা পর্যন্ত রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকার বেশি।

তিনি আরও বলেন, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় চলতি বছর প্রবৃদ্ধি হবে। কয়েকদিনের মধ্যে আরও কিছু রাজস্ব আসবে। চূড়ান্ত হিসাব জানতে ২-৩ সপ্তাহ লাগবে।


বিজ্ঞাপন


তবে আন্দোলনের কারণে আদায়ের গতি কিছুটা কমেছে বলেও স্বীকার করেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর এনবিআর আদায় করেছিল ৩ লাখ ৬৩ হাজার কোটি টাকা। চলতি বছর শুরুতে আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। পরে তা কমিয়ে ৪ লাখ ৬৫ হাজার কোটি করা হয়।

এই প্রেক্ষাপটে, চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যা এনবিআরের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি হতে পারে।

এমআর/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর