জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা লাগাতার আন্দোলন করছেন। দ্বিতীয় দিনের মতো তাদের শাটডাউন কর্মসূচি চলছে। স্থবির হয়ে পড়েছে এনবিআর। আন্দোলনকারীরা চেয়ারম্যানের অপসারণের দাবি জানিয়েছেন। এই দাবি পূরণ না হলে তারা মাঠ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
রোববার (২৯ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে রাজস্ব সংস্থার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করছেন। প্রচণ্ড রোদ উপেক্ষা করে চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন তারা।
বিজ্ঞাপন
আন্দোলনকারীরা বলছেন, এনবিআরের চেয়ারম্যানের অপসারণ ছাড়া আমরা মাঠ ছাড়বো না। এমনকি তার পদত্যাগ ছাড়া কোনো আলোচনাও নয়।

বিভিন্ন ফেস্টুনেও চেয়ারম্যানকে অপসারণে নানা বক্তব্য তুলে ধরেন তারা। বিভিন্ন ফেস্টুনে লেখা রয়েছে- 'আলোচনার পূর্বশত এনবিআর চেয়ারম্যানের অপসারণ', 'ফ্যাসিস্ট হাসিনার দোসর আব্দুর রহমানের পদত্যাগ চাই।’
গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগে বিভক্ত করে অধ্যাদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়। এরপর থেকে এনবিআর বিলুপ্তি রোধসহ কয়েকটি দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন শুরু করেন। গত ২৫ মে মন্ত্রণালয় ৩১ জুলাইয়ের আগে অধ্যাদেশটি সংশোধন করার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করা হয়। এরপর ২২ জুন থেকে ফের চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন তারা। সবশেষ গত ২৩ জুন শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল ও আজ এই কর্মসূচি চলছে।
বিজ্ঞাপন
এমআর/জেবি

