সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এনবিআরে অচলাবস্থা, চলছে মার্চ ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

এনবিআরে অচলাবস্থা, চলছে মার্চ ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি

চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা কর্মচারীরা। তবে এই কর্মসূচি আন্তর্জাতিক সেবা আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের।

শনিবার (২৮ জুন) সারাদেশের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি এবং একই সঙ্গে দেশের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছেন তারা।


বিজ্ঞাপন


এর আগে শুক্রবার সন্ধ্যায় এনবিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, দেরিতে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকেও। বিজ্ঞপ্তিতে বদলির আদেশ পুনর্বিবেচনা এবং রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দিয়ে এনবিআরের আন্দোলনরত কর্মীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছিল।

তবে সরকারের হুঁশিয়ারির পরও দাবি আদায়ে মাঠে নেমেছে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা। 


বিজ্ঞাপন


এদিকে আন্দোলন ঠেকাতে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। যদিও অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ উপদেষ্টার সঙ্গ বৈঠকে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে সিদ্ধান্ত হয়েছে।
 
এমআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর