সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিসাব বাড়লেও আমানত কমছে স্কুল শিক্ষার্থীদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

হিসাব বাড়লেও আমানত কমছে স্কুল শিক্ষার্থীদের

স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টের সংখ্যা বাড়লেও কমছে শিক্ষার্থীদের সঞ্চয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের প্রথম তিন মাসেই (জানুয়ারি–মার্চ) এই খাতে আমানত কমেছে প্রায় ৬৩ কোটি টাকা। গত নয় মাসে কমেছে ৩৩২ কোটি টাকার বেশি। অথচ এই সময়ে নতুন অ্যাকাউন্ট বেড়েছে প্রায় ৬৮ হাজার। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাতে আস্থাহীনতা এই পতনের মূল কারণ।

শিশু-কিশোরদের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে ২০১০ সালে চালু হওয়া স্কুল ব্যাংকিং কার্যক্রমে শিক্ষার্থীরা ২০১১ সাল থেকে টাকা জমানোর সুযোগ পায়। ২০১৩ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংক পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করে। উদ্দেশ্য ছিল ছোটবেলা থেকেই সঞ্চয় ও আর্থিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের অভ্যস্ত করে তোলা।


বিজ্ঞাপন


বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৫ সালের মার্চ শেষে স্কুলশিক্ষার্থীদের নামে খোলা হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৭৯ হাজার ৭৮২টি। এসব অ্যাকাউন্টে মোট আমানতের পরিমাণ ২ হাজার ৭৪ কোটি ৬৯ লাখ টাকা। এর তিন মাস আগেও হিসাব ছিল ৪৪ লাখ ২৮ হাজার ৪২৬টি, আর আমানত ছিল ২ হাজার ১৩৮ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে অ্যাকাউন্ট বেড়েছে ৫১ হাজারের বেশি, অথচ আমানত কমেছে ৬৩ কোটিরও বেশি। গত নয় মাসে হিসাব বেড়েছে ৬৭ হাজার ৮৬৬টি, কিন্তু আমানত কমেছে ৩৩১ কোটি ৩১ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলা মূল্যস্ফীতির প্রভাবে অভিভাবকদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফি ও অন্যান্য খরচ বাড়ায় অভিভাবকরা শিশুদের ব্যাংক অ্যাকাউন্টে আগের মতো নিয়মিত সঞ্চয় রাখতে পারছেন না। পাশাপাশি, গত সরকারের সময়ে ব্যাংক খাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ঘটনায় কিছু ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে যায়, যার প্রভাব পড়েছে স্কুল ব্যাংকিংয়েও। তবে বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বছরের শুরু ও শেষের দিকে অনেক পরিবার অর্থ ব্যয়ে ব্যস্ত থাকে—শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া ফি পরিশোধ, ভ্রমণ কিংবা অন্যান্য ব্যয়ের জন্য অনেকেই তখন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়।

প্রতিবেদন অনুযায়ী, স্কুল ব্যাংকিংয়ে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট খুলেছে বেসরকারি ব্যাংকগুলো—সংখ্যায় ৩১ লাখ ৩৬ হাজার ১১৪টি। এসব অ্যাকাউন্টে জমা রয়েছে ১ হাজার ৫৯০ কোটি ৭০ লাখ টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো খুলেছে ১১ লাখ ৪৮ হাজার ৫৪৭টি অ্যাকাউন্ট, যেখানে আমানতের পরিমাণ ৪২২ কোটি ৩১ লাখ টাকা। বিশেষায়িত ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট রয়েছে ১ লাখ ৯২ হাজার ৪০৬টি, আমানত ৫২ কোটি ২৮ লাখ টাকা। বিদেশি ব্যাংকগুলো মিলিয়ে মাত্র ২ হাজার ৭১৫টি অ্যাকাউন্ট খুলেছে, সেখানে জমা রয়েছে ৯ কোটি ৩৯ লাখ টাকা।

লিঙ্গভিত্তিক হিসাবে ছেলেদের অ্যাকাউন্ট সংখ্যায় এগিয়ে থাকা লক্ষ্য করা গেছে। মোট অ্যাকাউন্টের ৫১ শতাংশ ছেলেদের নামে, যা ২২ লাখ ৮৫ হাজার ৮১টি। আমানতের দিক থেকেও ছেলেদের অবদান বেশি—৪৯ শতাংশ।

বর্তমানে দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৫৯টি স্কুল ব্যাংকিং চালু করেছে। ১১ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা এই সুবিধা পেতে পারে। মাত্র ১০০ টাকা জমা রেখে এসব হিসাব খোলা যায়। এ ছাড়া অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ফি ও চার্জে ছাড়, বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ডসহ নানা সুবিধা রয়েছে।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর