রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল এক্স সিরামিকস গ্রুপ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

S
এক্স সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা।

পরিবেশবান্ধব শিল্প উদ্যোগের স্বীকৃতি হিসাবে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে এক্স সিরামিকস গ্রুপ। প্রতিষ্ঠানটি ২০২৫ সালের জন্য এই পুরস্কার পেয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এক্স সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।


বিজ্ঞাপন


পরিবেশবান্ধব প্রযুক্তি, টেকসই উৎপাদন প্রক্রিয়া ও সবুজ শিল্প ব্যবস্থাপনার জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।

পুরস্কার দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গাজীপুরের মৌচাক বহেরারচালা এলাকায় অবস্থিত এক্স সিরামিকস গ্রুপ দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি শিল্পখাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। 

এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির নয়, বরং প্রতিটি শ্রমিক, প্রকৌশলী এবং নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টার ফল। এক্স সিরামিকস গ্রুপ ভবিষ্যতেও পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকে সবুজ শিল্প বিকাশে দৃঢ় প্রতিজ্ঞ। এই অর্জন আমাদের নতুন করে অনুপ্রাণিত করেছে আরও দূর যেতে— পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের পথে।


বিজ্ঞাপন


বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর