সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৬ হাজার ৮৬৮ কোটির ১৫ প্রকল্প একনেকে উঠছে আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১০:১৪ এএম

শেয়ার করুন:

eknek
১৫টি প্রকল্প পাস হওয়ার কথা রয়েছে। ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আজকের (২৪ জুন) সভায় ছয় হাজার ৮৬৮ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ের ১৫টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ৬ হাজার ৮৬৮ কোটি ৬৮ লাখ টাকার মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৭৫ কোটি ৫৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩ হাজার ৫৬২ কোটি ৬৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা।


বিজ্ঞাপন


প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে এ সভায় এসব প্রকল্প অনুমোদনের কথা রয়েছে।

একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলো হলো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, ‘উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত)’ এবং ‘বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনসমাজের সমন্বিত সেবা ও জীবন-জীবিকা উন্নয়ন প্রকল্প। স্বরাষ্ট্রে মন্ত্রণালয়ের প্রকল্প ‘৭টি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাশক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্র নির্মাণ’।

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রকল্প ‘নবনির্মিত চারটি মেরিন একাডেমিতে সিমুলেটর ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থাপনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি’। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প ‘এক্সেস টু জাস্টিস ফর উইমেন: স্ট্রেনদেনিং কমিউনিটি ডিসপুট রেজুলুশন অ্যান্ড ইমপ্রুভিং কেইস ম্যানেজমেন্ট’।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রকল্প ‘বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন (প্রস্তাবিত ২য় সংশোধিত)’সহ আরও কয়েকটি প্রকল্প অনুমোদন পাচ্ছে একনেক সভায়।


বিজ্ঞাপন


এমআই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর