সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইএমএফের ঋণের শেষ কিস্তির অর্থ ছাড়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১২:৩২ এএম

শেয়ার করুন:

আইএমএফের ঋণের শেষ কিস্তির অর্থ ছাড়

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় করেছে। সংস্থাটির বোর্ড সভায় সোমবার (২৩ জুন) বাংলাদেশের চার দশমিক ৭০ বিলিয়ন ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড় করা হয় বলে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, চতুর্থ রিভিউয়ের ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ সম্পন্ন হওয়ার পর গত ১২ মে আইএমএফের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য নির্ধারিত এক দশমিক তিন বিলিয়ন ডলার একত্রে ছাড়ের সিদ্ধান্ত হয়। এর আগে তিন কিস্তিতে আইএমএফ থেকে দুই দশমিক ৩১ বিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ। আর ১২ মে বাংলাদেশ ও আইএমএফের মধ্যে সমঝোতার পর এক বিবৃতিতে জানানো হয়েছিল, ২৩ জুন দুই কিস্তির অর্থ ছাড় করা হবে।


বিজ্ঞাপন


এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বলেন, আমরা ঋণ ছাড়ের বিষয়টি জানতে পেরেছি। তারা চুক্তি অনুযায়ী এক দশমিক তিন বিলিয়ন ডলার ছাড় করেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে অনুষ্ঠিত বৈঠকে এই ঋণ ছাড়ের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষের কয়েক ঘণ্টা পরেই তারা ঋণ ছাড়ের বিষয়টি ওয়েবসাইটে প্রকাশ করবে এবং আনুষ্ঠানিকভাবে ই-মেইলে জানাবে।

তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, এ বিষয়ে নিশ্চিত করতে আইএমএফের কিছুটা সময় লাগে। আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। আইএমএফের ঋণ ছাড়ের অর্থ আসলে তা রিজার্ভে যুক্ত হবে। এতে রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পাবে।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর