বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ৪০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। ক্লাইমেট রেসিলিয়েন্স ইনক্লুসিভ ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় দেওয়া এই ঋণ মূলত বাজেট সহায়তা হিসেবে ব্যবহার করা হবে। প্রতি ডলার ১২২.২০ টাকা ধরে এই অর্থের পরিমাণ দেশীয় মুদ্রায় প্রায় চার হাজার ৮৮৮ কোটি টাকা।
সোমবার (২৩ জুন) ঢাকায় বাংলাদেশ সরকার ও এআইআইবি’র মধ্যে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং এআইআইবি’র পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান বিনিয়োগ কর্মকর্তা রজত মিশ্রা চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞাপন
চুক্তি অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশের সক্ষমতা বাড়ানো এবং জলবায়ু অভিযোজন ও প্রশমনমূলক কার্যক্রমে গতি আনার লক্ষ্যে এই কর্মসূচির আওতায় ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবেশবান্ধব নীতিমালা সংস্কারের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতি গঠনের লক্ষ্যও এতে রয়েছে।
এই ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ৩৫ বছরে পরিশোধযোগ্য। সুদহার হিসেবে এককালীন ০.২৫ শতাংশ হারে ফি পরিশোধ করতে হবে। সরকার আশা করছে, এই ঋণ কর্মসূচির মাধ্যমে জলবায়ু সহনশীল অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রমে গতি আসবে এবং বাজেট ঘাটতি সামাল দিতেও এটি সহায়ক হবে।
টিএই/এফএ