সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিগত আমলে ভোক্তার অধিকার ব্যাপকভাবে খর্ব হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

B
টিসিবি মিলনায়তনে আলোচান সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 

বিগত সরকারের আমলে ভোক্তার অধিকার ব্যাপকভাবে খর্ব হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 

বুধবার (১৮ জুন) বিকেলে টিসিবি মিলনায়তনে ভোক্তা অধিকার শক্তিশালীকরণ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে সিন্ডিকেট করে দেশের ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট ধ্বংস করে দেওয়া হয়েছে। সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। অন্যায়ভাবে প্রতিষ্ঠানকে দুর্বল করার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। 

তিনি বলেন, আজকের আলোচনায় বেশ কিছু পরামর্শ এসেছে। আমাদের আইন সংস্কার করাসহ ভোক্তা অধিকারের জন্য যা যা করা দরকার আমরা করব। আমাদের প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী করি, সক্ষমতা বৃদ্ধি করি, তাহলে দুর্বৃত্তরা পিছিয়ে যেতে বাধ্য হবে।

উপদেষ্টা বলেন, ‘আমরা বাজারে বৈচিত্র্য আনতে পারছি। যার ফলে আমাদের কাজ সহজ হয়েছে। বাজার মনিটরিংয়ের এই প্রচেষ্টায় একটি স্বস্তি এসেছে। আমাদের ক্রয় ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি কমাতে কাজ করছে। বাণিজ্য মন্ত্রণালয় বৈচিত্র্য আনতে ব্যবস্থা নিয়েছে। আমরা আরও বৈচিত্র্য আনতে চাই। আমরা সবাই মিলে ভোক্তার অধিকার নিশ্চিতে কাজ করব। এই কাজ করতে যদি আমাদের বাণিজ্য নীতি পরিবর্তন করতে হয়, করব।

শেখ বশিরউদ্দীন বলেন, ঈদের সময়ে মসজিদ মাদরাসায় লবণ দিয়েছি। এটা একদম নতুন একটা সিদ্ধান্ত। এছাড়া ঈদের যাত্রায় যাত্রী হয়রানি যেন না হয়, সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোক্তার সন্তুষ্টি অর্জনের জন্য ন্যায্য মূল্যে, সঠিক দামে পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সবাই মিলে কাজ করব।


বিজ্ঞাপন


ক্যাবের ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও ভোক্তা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর