দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এদিন সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি এবং পরিচালক পদের জন্য ভোটগ্রহণ হবে।
বিজ্ঞাপন
বুধবার (১৮ জুন) এফবিসিসিআই নির্বাচন বোর্ড এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
নতুন বাণিজ্য সংগঠন আইন ২০২২ ও সংশোধিত বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুযায়ী এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংশোধিত বিধিমালায় পরিচালনা পর্ষদের আকার ৮০ সদস্য থেকে কমিয়ে ৪৬ জনে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি এবং দুজন সহসভাপতি।
নির্বাচন তফসিল অনুযায়ী, সদস্যভুক্ত সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে ২ জুলাই বিকেল ৫টার মধ্যে সাধারণ পরিষদের জন্য মনোনীত প্রতিনিধিদের তালিকা এফবিসিসিআইয়ে জমা দিতে হবে।
এরপর ১৮ জুলাই প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে, যা চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে ২৬ জুলাই। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৮ আগস্ট। যাচাই-বাছাই শেষে ১৪ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা।
বিজ্ঞাপন
যেসব প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইবেন, তাদের ১৬ আগস্ট দুপুর ২টার মধ্যে নির্বাচন বোর্ডকে লিখিতভাবে জানাতে হবে। সেদিনই প্রকাশ করা হবে নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা।
টিএই/এএইচ