সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

ঢাকায় ২৪ জুন উদ্বোধন হচ্ছে গুগল পে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

ঢাকায় ২৪ জুন উদ্বোধন হচ্ছে গুগল পে

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে গুগল পে। আগামী ২৪ জুন ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই ডিজিটাল পেমেন্ট সেবা উদ্বোধন করবেন বলে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে।

গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এ সেবাটি দেশে চালু করছে। এর মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেনে নতুন যুগের সূচনা হবে বলে মনে করা হচ্ছে।


বিজ্ঞাপন


সূত্র জানায়, গুগল পের সঙ্গে যুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক। প্রাথমিক পর্যায়ে শুধু সিটি ব্যাংকের গ্রাহকেরাই তাদের মাস্টারকার্ড ও ভিসা কার্ড গুগল ওয়ালেটের মাধ্যমে গুগল পেতে যুক্ত করতে পারবেন। পরে অন্যান্য ব্যাংক যুক্ত হলে তাদের কার্ডও সংযুক্ত করার সুযোগ মিলবে।

এই সেবা চালু হলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে যেকোনো পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে স্পর্শবিহীনভাবে অর্থ পরিশোধ করা যাবে। ফলে আর কার্ড বহন করতে হবে না—শুধু ফোনটি ট্যাপ করলেই লেনদেন সম্পন্ন হবে।

দেশে বা বিদেশে—যেখানেই থাকুন না কেন, গ্রাহকেরা তাঁদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দ্রুত ও নিরাপদ লেনদেন করতে পারবেন। গুগল পে লেনদেনে কোনো অতিরিক্ত ফি বা মাশুল নেওয়া হয় না। নিরাপত্তা নিশ্চিত করতে কার্ডের প্রকৃত তথ্য ব্যবহারের বদলে একটি ইউনিক ‘টোকেন’ ব্যবহার করে এই লেনদেন সম্পন্ন হয়।

সেবা ব্যবহারের জন্য গ্রাহকদের প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর সিটি ব্যাংকের কার্ডের তথ্য দিয়ে অ্যাপটিতে কার্ড যুক্ত করতে হবে। একবার সেটআপ সম্পন্ন হলে, মাস্টারকার্ড বা ভিসা গ্রহণকারী যেকোনো দোকান, শপিং মল বা রেস্তোরাঁয় স্মার্টফোন ব্যবহার করে অর্থ পরিশোধ করা যাবে।


বিজ্ঞাপন


টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর