সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

নাসিমুল হাই আইসিএসবির নতুন সভাপতি 

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

h
এম. নাসিমুল হাই।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) ২০২২-২০২৫ কাউন্সিলের অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এম. নাসিমুল হাই।

মঙ্গলবার (১৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- সোমবার (১৬ জুন) অনুষ্ঠিত ১০৯তম কাউন্সিল সভায় নাসিমুল হাই সভাপতি নির্বাচিত হয়েছেন। 


বিজ্ঞাপন


এর আগে তিনি ২০১৩-২০১৬ মেয়াদের জন্য ইনস্টিটিউটের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) ছিলেন। এছাড়া ২০১০-২০১৩ মেয়াদের জন্য ইনস্টিটিউটের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন এবং ২০০৭-২০০৮, ২০০৮-২০০৯ এবং ২০০৯-২০১০ সালে তিন মেয়াদে এর কোষাধ্যক্ষ ছিলেন।

নাসিমুল হাই এফসিএস বর্তমানে মেঘনা সিমেন্ট মিলস পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (চিফ কমপ্লায়েন্স অফিসার) হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বসুন্ধরা গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী নাসিমুল হাই অ্যাকশন-এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশের গভর্নিং বডির সদস্য। বর্তমানে তিনি সংগঠনটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর