শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

বিদেশি এজেন্টের মাধ্যমে দেশি পণ্যের বিজ্ঞাপন খরচে ছাড়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ০৮:৫২ পিএম

শেয়ার করুন:

BB
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বিদেশি এজেন্ট বা কোম্পানির মাধ্যমে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচারের বিপরীতে বিল পরিশোধের প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। 

এখন থেকে এই ধরনের লেনদেনে আর কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন হবে না। তবে কিছু নির্ধারিত শর্ত মানা বাধ্যতামূলক থাকবে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যিক ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, বৈধ চুক্তিপত্র, ইনভয়েস, বিলের অঙ্ক, খরচের বিবরণ, কর কর্তনের প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট সব নথি সংরক্ষণ করতে হবে। বিদেশি এজেন্ট বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি অঙ্গীকারনামা দিতে হবে, যেখানে অতিরিক্ত অর্থ পাঠানো হলে তা তাৎক্ষণিক দেশে ফিরিয়ে আনার বিষয়েও সুনির্দিষ্ট উল্লেখ থাকবে।

বিজ্ঞাপন বিল পরিশোধের আগে সংশ্লিষ্ট এজেন্টের পাওনার আবেদন সরাসরি ব্যাংকের এডি শাখায় জমা দিতে হবে। এরপর যাচাই-বাছাই করে তথ্য সন্তোষজনক হলে ডলারে বিল পরিশোধ করা যাবে।

তবে অর্থ পাচার প্রতিরোধে এডি শাখাগুলোকে প্রতিটি লেনদেনের বিস্তারিত নথিপত্র সংরক্ষণ করতে হবে এবং এসবের অনুলিপি কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে প্রতিবেদন আকারে দাখিল করতে হবে।


বিজ্ঞাপন


টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর