ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে সেটা বেশি দিন চলতে থাকলে এর প্রভাব বাংলাদেশে পড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিষয়টি অন্তর্বর্তী সরকার পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেছেন, বিশ্ব বাজারে বাড়লেও জ্বালানি তেলের দাম দেশের বাজারে বাড়ানোর বিষয়ে আরও অপেক্ষা করবে সরকার।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে তিনি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন।
বিজ্ঞাপন
অর্থ উপদেষ্টা বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধটা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা দেখেছি ইতোমধ্যে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। তবে যেগুলোতে আমরা অর্ডার করেছি, সেগুলোতে প্রভাব ফেলেনি। আপাতত আমরা পর্যবেক্ষণ করছি যুদ্ধটা। যদি বেশি দিন চলে তখন আমাদের ওপর একটা প্রভাব বা প্রেসার পড়বে।
আরও পড়ুন
বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম, দেশের ব্যবসায়ীদের উদ্বেগ
ইসরায়েল-ইরান যুদ্ধ পোশাক খাতের নতুন চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
গ্যাস ও এলএনজির দাম বেড়ে গেলে বিবেচনা করা হবে জানিয়ে তিনি বলেন, আজ যে এলএনজি আমদানির অনুমোদন দিয়েছি, সেটা পুরোনো দামেই কোড করেছে। আমাদের ভাগ্য ভালো যে আমরা আগের দামেই পাব।
যুদ্ধের প্রভাব নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতি নিয়ে এখনই প্রস্তুত থাকতে হবে বলে মনে করছে না উপদেষ্টা পরিষদ। ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সরকার যুদ্ধের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায়। এছাড়াও হরমুজ প্রণালী বিশ্ববাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ রুট, তবে সরকার আশা করে এ যুদ্ধ দীর্ঘায়িত হবে না।
বিজ্ঞাপন
জেবি

