সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১০ দিন পর হিলি বন্দরে আমদানি-রফতানি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

১০ দিন পর হিলি বন্দরে আমদানি-রফতানি শুরু

দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে আবারও চালু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে বন্দরটি ছিল সাময়িকভাবে বন্ধ।

রোববার (১৫ জুন) থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এতে করে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।


বিজ্ঞাপন


হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন জানান, আজ সকাল থেকে পণ্যবাহী ট্রাক যাতায়াত শুরু করেছে। ফলে স্থলবন্দরে আবারও স্বাভাবিক গতি ফিরেছে।

তিনি আরও বলেন, ছুটি শেষে এখন পূর্ণোদ্যমে কাজ শুরু হবে। এতে করে দুই দেশের ব্যবসায়ীরা তাদের পূর্বনির্ধারিত ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন।

এর আগে, গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত হিলি বন্দরে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। পবিত্র ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির সমন্বয়ে এই বিরতি নেওয়া হয়।

তবে এই সময়েও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।


বিজ্ঞাপন


এমআর/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর