সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে এবার সংরক্ষণ হয়েছে রেকর্ড পরিমাণ চামড়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে এবার সংরক্ষণ হয়েছে রেকর্ড পরিমাণ চামড়া

লবণ দিয়ে চামড়া সংরক্ষণের মাধ্যমে যাতে উপযুক্ত মূল্য পায় সেজন্য সরকার এই প্রথম এতিমখানা ও লিল্লাহ বোডিংগুলোর চাহিদা অনুযায়ী বিনামূল্যে লবণ সরবরাহ করেছে ঈদের আগে। সরকারের এ বিশেষ উদ্যোগের ফলে গত বছর এতিমখানা ও লিল্লাহ বোডিংগুলোতে যেখানে ২ লাখের মতো চামড়া সংরক্ষণ করেছিল, সেখানে এ বছর ৯৩৩০টি প্রতিষ্ঠানে ১৩ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে।

বুধবার (১১জুন) রাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এছাড়া সারাদেশে আড়তদার, ব্যবসায়ী, ট্যানারি মালিকগণ স্ব স্ব ব্যবস্থাপনায় নিজস্ব অর্থায়নে লবণ সংগ্রহ করে চামড়া সংরক্ষণ করেছে। 

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ২০২৫ সালে পশুর চাহিদা অনুযায়ী চামড়া সংরক্ষণে লবণের প্রয়োজন ধরা হয়েছিল ৬১ হাজার ৭৪৮ মেট্রিক টন। সে অনুযায়ী স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণের জন্য লবণের মজুত করা হয়েছিল ৯৩ হাজার ২২৯ মেট্রিক টন। জেলায় চামড়া সংরক্ষণের জন্য লবণের পর্যাপ্ত মজুত ছিল, কোথাও কোনো ঘাটতি ছিল না। 

মন্ত্রণালয়ের দাবি, কিছু মৌসুমি ব্যবসায়ী কর্তৃক চামড়ার লবণ না দিয়ে আড়তদারদের কাছে বেশি দামে বিক্রি করার জন্য দীর্ঘ সময় ধরে দরকষাকষি ও আড়তদার কর্তৃক চামড়া ক্রয় অনিহা দেখানোর কারণে চামড়া নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর সাভার ট্যানারি নগরস্থ সিইটিপিতে প্রয়োজনীয় কেমিক্যাল মজুত, ইঞ্জিনের ওভারহলিং ও পুকুর খননসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ আগেই সম্পন্ন করা হয়েছে। কোরবানিকৃত পশুর মাথা, লেজ ও অন্যান্য অংশ ডাম্পিং ইয়ার্ড ও অন্যান্য স্থানে না ফেলার জন্য আগেই সকল ট্যানারি মালিকগণকে নির্দেশনা দেওয়া হয়। ৮টি প্রতিষ্ঠানকে ট্যানারির বাইরে নিয়ে বিক্রি করার অনুমতিও দেওয়া হয়। লক্ষ্য করা গেছে যে, অল্প কিছু মাথা লেজ ইত্যাদি নদীর পাড়ে ফেলেছে শিল্পনগরী ও সিইপিটির অজ্ঞাতসারে। আর যাতে কেউ এগুলো কোথাও ফেলতে না পারে সেজন্য সতর্কতা অবলম্বন করা হবে।


বিজ্ঞাপন


বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর